চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা গবেষণা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
2022-12-06 15:58:38

ডিসেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা গবেষণা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চীনে। সোমবার রাজধানী বেইজিংয়ে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। শিক্ষাখাতে কৃত্রিম বুদ্ধমত্তা প্রযুক্তি ব্যবহারের নানা ক্ষেত্র ও গুরুত্ব প্রাধান্য পাচ্ছে এই সম্মেলনে।

জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শুরু হয় এ সম্মেলন। সম্মেলনের মূল উপজীব্য নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষকের ক্ষমতায়ন ও শিক্ষার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা’।

বেশ কয়েকটি প্ল্যানারি সেশন এবং আরো কয়েকটি ছোট ছোট অধিবেশনে ভাগ করে পরিচালনা করা হয় সম্মেলনের কার্যক্রম। এসব অধিবেশনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘শিক্ষার ডিজিটাল রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রায়োগিক কৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধি এবং রূপান্তরের মতো বিষয়।

এবারের সম্মেলনে অংশ নিয়েছে বিশ্বের ১০টি দেশের শিক্ষা মন্ত্রণালয়, ইউনেস্কোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষা বিষয়ক গবেষক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট গবেষকরা।

শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তাখাতে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ পটভূমি হয়ে উঠেছে চীনের উদ্যোগে আয়োজিত এই বার্ষিক সম্মেলন।

এর আগে ২০১৯ সালের সম্মেলনে বিশ্বের দেশগুলোকে শিক্ষা ও কৃ্ত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়কে উৎসাহিত করার মতো নীতি-কাঠামো প্রণয়নের আহ্বান জানিয়ে ‘বেইজিং ঐকমত্য’ গৃহিত হয়। এবারের সম্মেলনে সেই ঐকমত্যের প্রয়োগকে উৎসাহিত করা হয়। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে যে শিক্ষা বিষয়ক এজেন্ডা বাস্তবায়ন করার কথা তাতে ডিজিটাল রূপান্তরের উপর আরো গুরুত্বারোপ করা হবে।

সাজিদ/ হাশিম