চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং চ্য মিনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন চীনের সর্বস্তরের জনগণ। চীনের বিভিন্ন জায়গায় চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিভিন্ন বাহিনীর সদস্যরা কমরেড চিয়াং চ্য মিনের জন্য শোক প্রকাশ অব্যাহত রেখেছেন। তাঁর মহান কর্মসমূহের কথা স্মরণ করে কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে আরও ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ থেকে সার্বিক আধুনিক সমাজতান্ত্রিক দেশ নির্মাণ ও চীনা জাতির মহান পুনরুত্থান বস্তবায়নে প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করছেন সবাই।
বিপ্লবের পুরাতন এলাকা থেকে শুরু করে সংস্কার ও উন্মুক্তকরণের ফ্রন্ট পর্যন্ত এবং তুষারময় মালভূমি থেকে বোহাই সমুদ্রের পাশ পর্যন্ত সর্বত্রই কমরেড চিয়াং ব্যবহারিক এবং অগ্রণী পদক্ষেপ রেখেছেন। তাঁর মহান কাজসমূহকে স্মরণ করছে চীনা জাতি।
লি চি ওয়েন
শান সি প্রদেশের উ সিয়াং জেলার ওয়াং চিয়া ইউয়ু গ্রামের সিপিসি সম্পাদক লি চি ওয়েন বলেছেন, ২০০১ সালে কমরেড চিয়াং চ্য মিন আমাদের গ্রাম পরিদর্শন করতে আসেন এবং আমাদেরকে অষ্টম রুটের সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যকে এগিয়ে নিতে বলেছিলেন। আমরা শোককে শক্তিতে পরিণত করে নতুন যাত্রায় সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের চেতনা অনুসরণ করে বিপ্লবী চেতনাকে এগিয়ে নেব এবং মানুষের সুখি জীবন নিশ্চিত করব।
ফেই চুন পিং
থিয়ান চিন শহরের হ্য পিং লি এলাকার সিয়াং সিয়ে লি কমিউনিটির বাসিন্দা ফেই চুন পিং বলেছেন, কমরেড চিয়াং চ্য মিন আমাদের কমিউটি পরিদর্শন করতে এসেছেন, আমাদের খুঁজ-খবর নিয়েছেন। আমার বিপজ্জনক ও জরাজীর্ণ বাংলো থেকে নতুন বাসায় স্থানান্তরের খবর শুনে তিনি খুব খুশি হয়েছিলেন। তিনি সব সময় আমাদের সাধারণ মানুষের খেয়াল রাখতেন।
বিয়ান পা ছি রেন
তিব্বের লাসা শহরের তান চিয়ে লিন কমিউনিটির সিপিসি সম্পাদক বিয়ান পা ছি রেন বলেছেন, কমরেড চিয়াং চ্য মিনের মৃত্যুতে আমি দুঃখিত এবং গভীরভাবে শোকাহত হয়েছি। তিনি তিব্বতের মানুষদের উপর বেশ গুরুত্ব দিয়েছিলেন এবং তাঁর উদ্যোগে চালু হয়েছিল তিব্বতকে চীনের অন্য জায়গা থেকে সাহায্য করার নীতি। আমরা বেদনাকে শক্তি হিসেবে গ্রহণ করে ঐক্যবদ্ধ থেকে সমাজতান্ত্রিক ও আধুনিক তিব্বত নির্মাণ করব।
ইউয়ান হাই ফেং
কুয়াং তুং প্রদেশের কাও চৌ শহরের কেন চি জেলার সিপিসি সম্পাদক ইউয়ান হাই ফেং বলেছেন, ২০০০ সালে করমেড চিয়াং চ্য মিন আমাদের জেলায় দেখতে এসেছেন এবং আমাদের গ্রাম ও কৃষি উন্নয়নের খোঁজ-খবর নিয়েছেন। আমরা নতুন যুগে নতুন যাত্রায় সিপিসির কর্তব্যকে কেন্দ্র করে সার্বিক গ্রামের পুনরুদ্ধার এগিয়ে নেব।
কমরেড চিয়াং চ্য মিন ছিলেন সিপিসির তৃতীয় প্রজন্মের নেতাদের কেন্দ্রবিন্দু। তাঁর নেতৃত্বে সিপিসির কেন্দ্রীয় কমিটির নেতারা দৃঢ়ভাবে অর্থনীতি নির্মাণকে কেন্দ্র করে সংস্কার ও উন্মুক্তকরণে অবিচল থাকেন। চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক মহান কাজ রক্ষা এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতান্ত্রিক আধুনিকায়নের নতুন অধ্যায়ের সূচনা করেছেন তাঁরা।
সুন চেন পিং
চীনের জাতীয় গণকংগ্রসের স্থায়ী কমিটির আইন প্রণয়ন কমিটির কার্যালয়ের পরিচালক সুন চেন পিং বলেছেন, কমরেড চিয়াং চ্য মিন আইন অনুসারে দেশ পরিচালনায় বেশ গুরুত্ব দিয়েছেন এবং আইন-শাসিত সমাজতান্ত্রিক দেশ গড়ার নতুন পরিস্থিতি তৈরি করেছেন। ভবিষ্যতে আমরা সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের বিন্যাস অনুযায়ী ভাল আইন প্রণয়ন করব, উন্নয়ন এগিয়ে নেব এবং আইন অনুসারে দেশ পরিচালনা নিশ্চিত করব।
চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের বন্যা ও খরা দুর্যোগ প্রতিরোধ বিভাগের উপ-প্রধান ওয়াং চাং লি বলেছেন, ১৯৯৮ সালে ছাংচিয়াং, নেন চিয়াং ও সুং হু চিয়াং নদীর বড় বন্যা প্রতিরোধের গুরুত্বপূর্ণ মুহূর্তে কমরেড চিয়াং চ্য মিন ফ্রন্ট-লাইনে গিয়ে নির্দেশনা দিয়েছেন, তা বন্যা প্রতিরোধে মহান সফলতা এনে দিয়েছে। আমরা কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থেকে পানি সম্পদের উচ্চ মানের উন্নয়ন এগিয়ে নেব।
পাশাপাশি, চীনের হংকং, ম্যাকাও ও তাইওায়নের নানা মহলের মানুষও কমরেড চিয়াং চ্য মিনকে স্মরণ করে নানাভাবে শোক প্রকাশ করেছেন। (শিশির/এনাম/রুবি)