ভ্রমণের ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে সারা চীনে
2022-12-05 17:38:02

ডিসেম্বর ০৫, সিএমজি বাংলা ডেস্ক: নাগরিকদের ভ্রমণ সহজ করতে সারা চীনের বড় শহরগুলোতে কোভিড-১৯ সম্পর্কিত নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল করা হয়েছে।

সোমবার লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, সেখানকার বাসিন্দারা নার্সিংহোম, ওয়েলফেয়ার হোম বা চিকিৎসা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও গেলে কোভিড-১৯ পরীক্ষার সনদ না দেখিয়েই গণপরিবহন ব্যবহার করতে পারবেন।

এর আগে গত শুক্রবার থেকে রোববার রাজধানী বেইজিং, থিয়ানচিন, ছংছিং ও সাংহাইয়ের পাশাপাশি শিচিয়াচুয়াং, কুয়াংচৌ, খুনমিং, নাননিং, হারবিন, চেচৌ, উহান, চিনান, নানছাং ও হ্যাংচৌসহ ১০টি প্রাদেশিক ও আঞ্চলিক রাজধানী এবং শেনচেনের মতো বৃহৎ নগরী একই ধরনের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে রোববার শানতুং প্রদেশ জানিয়েছে, ট্র্যাফিক স্টেশন, বন্দর ও এক্সপ্রেসওয়ে চেকপয়েন্টগুলোতে বাধ্যতামূলক কোভিড পরীক্ষার ফলাফলের প্রয়োজনীয়তা সোমবার থেকে বাতিল করা হচ্ছে।

 রহমান/শান্তা