জান ইউয়ান
2022-12-04 14:02:59

জান ইউয়ান ১৯৮৫ সালের ২ জুন চীনের আনহুই প্রদেশের ছুচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন গায়ক ও অভিনেতা।

২০০৭ সালে তিনি হুনান টিভির একটি প্রতিভা সন্ধান অনুষ্ঠানে অংশ নিয়ে নানচিং প্রতিযোগিতা অঞ্চলের চ্যাম্পিয়ন হন এবং সারা দেশে নবম স্থান লাভ করেন। একই বছর তিনি ইই-মিডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তাঁর প্রথম একক গান “ব্যথার স্বীকারোক্তি” প্রকাশ করেন।

 

২০০৮ সালে জান ইউয়ান টপ কম্বাইন নামক সঙ্গীতদলে যোগ দিয়ে দলের প্রধান, প্রধান গায়ক এবং উপ-প্রধান নৃত্যশিল্পী হন। একই বছর সঙ্গীতদলটি প্রথম ইপি প্রকাশ করে। ইপির “মার্স ম্যালো” গানটি বেইজিং পপসঙ্গীত অনুষ্ঠানে হিট সং পুরস্কার জিতে। 

“অতিথি” হলো জাং ইউয়ানের গাওয়া একটি গান। গানটি ২০২০ সালের ২৬ অক্টোবরে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটিতে খুব বিরলভাবে ছেলেদের ভালোবাসা ত্যাগ করতে না পারার অনুভূতি প্রকাশিত হয়েছে। জাং ইউয়ানের প্রশস্ত ও গভীর কণ্ঠস্বর গানটিকে আরও আন্তরিক করেছে। গানটিতে ভালোবাসার তিক্ততা প্রকাশিত হয়। মনে হয়, মানুষের হৃদয়ে আবেগের নাড়া দেয়। 

 

“ক্ষতি  পোড়া” হলো জাং ইউয়ানের ২০২১ সালের ৩ ডিসেম্বর প্রকাশিত প্রথম একক ইপি। এতে মোট ৬টি গান অন্তর্ভুক্ত হয়। এসব চীনা ও ইংরেজি ভাষার গান। তাদের নামগুলি খুবই মজার। এর মধ্যে “হম” একটি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনব। অনুভব করবো গানে কী কী প্রকাশিত হয়। 

“যে শিশু বাতাসের সাথে কথা বলে” নামটি শোনতে একটু একাকী লাগে। কিন্তু যখন আরেকটু চিন্তা করলে খুব উষ্ণ লাগবে। যখন বাতাস শরীরের পাশে বয়ে আপনাকে কোলে নিয়ে যায়, আপনি সঠিকভাবে বাতাসকে অনুভব করে তার সাথে কথা বলতে পারেন। টপ কম্বাইনের প্রধান হিসেবে গানটি সৃষ্টি করার সময় জাং ইউয়ান এক ধরনের স্বপ্নের মতো পরিস্থিতি বর্ণনা করেন। তিনি অনুরাগীদেরকে বড় কল্পনার স্পেস দিতে চান। তিনি জানান, গানটিতে প্রকাশিত সমৃদ্ধ আবেগ প্রধানত ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের। তিনি গানের মাধ্যমে মানুষের হৃদয়কে আরও দৃঢ় করতে উত্সাহী করতে চান। 

 

“দক্ষিণে শরতের মাঠ, উত্তরে বসন্তের চা” চলতি বছরের ২ অগাস্ট প্রকাশিত জান ইউয়ানের গান। গানটি একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। 

 

(প্রেমা/এনাম)