ব্যবসাপাতির ১০২ম পর্বে যা থাকছে:
# ‘চট্টগ্রাম হবে সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন’
# বাংলাদেশে কর রিটার্ন দাখিল বেড়েছে ৩৬ শতাংশ, আয় ২৭৩২ কোটি টাকা
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“মধ্যবিত্তের জন্য করহার বোঝা হয়নি তবে বোঝা মনে হচ্ছে এ জন্য যে শুধু তারাই দিচ্ছে, অন্যরা দিচ্ছে না। মধ্যবিত্তের কষ্ট হচ্ছে কারণ আয়টা তার কাছে সমভাবে বণ্টিত হচ্ছে না। কিছু লোক টাকা নিয়ে যাচ্ছে তার কাছ থেকে, সেটা চাদাবাজি করে হোক আর বিভিন্ন সুযোগ দেওয়ার নামেই হোক। বড়রা এমন একটা পরিবেশ তৈরি করেছে যে মধ্যবিত্ত টিকতে পারছে না। এটা হতোনা যদি সবাই নিয়মতান্ত্রিকভাবে আয়-ব্যয়ের সীমার মধ্যে থাকতো।“