চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র ‘চীনা স্বপ্ন’ উত্থাপনের দশম বার্ষিকী
2022-12-02 21:35:37

 

   নীল আকাশ ও সমুদ্র আমাদের স্বপ্ন

জাতীয়  পুনরুত্থান হলো চীনা জাতির সাম্প্রতিক সময়ের বৃহত্তম স্বপ্ন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত ‘চীনা স্বপ্ন’ জাতিকে উজ্জ্বল ভবিষ্যতমুখী অগ্রযাত্রার দিকনির্দেশনা দিয়েছে। নতুন যুগের এই দশ বছরে চীনা জাতির মহান পুনরুত্থানের বিশাল অগ্রযাত্রায় অসাধারণ অধ্যায় সৃষ্টি করেছে চীন।

  ২০১২ সালের ২৯ নভেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সি চিন পিং ‘পুনরুত্থানের পথ’ শীর্ষক প্রদর্শনী দেখার সময় একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

 দীর্ঘকাল ধরে চীনা জনগণ অনেক দুর্যোগ ভোগ এবং অনেক উত্সর্গ ও পরিশ্রম করেছেন। একশ বছরের বেশি সময়  ধরে চলা জাতীয় সংকটের মধ্যে জন্ম নেয় চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সে থেকেই  চীনা জাতির মহান পুনরুত্থানের দায়িত্ব বহন করে আসছে সিপিসি ।

রক্তাক্ত সংগ্রাম থেকে পরিশ্রমী নির্মাণ, দুর্দান্ত সংস্কার এবং উন্মুক্তকরণ থেকে একটি শক্তিশালী দেশের উজ্জ্বল রাস্তা তৈরি পর্যন্ত সবই করেছে সিপিসি। জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ কখনো ভুলে যায়নি।

  যখন চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করলো, তখন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-কেন্দ্রিক সিপিসির কেন্দ্রীয় কমিটি পার্টি ও দেশের উন্নয়নে আরও প্রযুক্তিগত ও সামগ্রিক কার্যক্রম হাতে নেয়। অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন সাধন করা, দারিদ্র্যবিমোচন করা, সচ্ছল সমাজ গঠন, করোনা মহামারি নিয়ন্ত্রণে আনা, ভয়ঙ্কর দুর্যোগ প্রতিরোধ করাসহ নানা কাজ এগিয়ে নিচ্ছে সিপিসি।

 

চুই সিয়াং গ্রাম

কুয়াং তো প্রদেশের চুং শান শহরে অবস্থিত চুই সিয়াং গ্রাম। নীল আকাশে ঢাকা গ্রামটি পাহাড় ও পানির প্রতিচ্ছবিতে আরও সুন্দর দেখাচ্ছে। চীনের সাবেক নেতা জনাব সান ইয়াত-সেন এ গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে ২৪ কিলোমিটার দীর্ঘ শেন জেন-ছুং শান সড়কের জরুরি কাজ চলছে। এ পথ চালু হওয়ার পর শেন জেন থেকে চুং শান যেতে মাত্র ২০ মিনিট সময় লাগবে। বর্তমানে এ গ্রাম সান ইয়াত সেনের জন্ম নেওয়ার সময়ের এক মত্স্য পল্লী থেকে কুয়াং তোং-হংকং-ম্যাকাও উপসাগরীয় অঞ্চলের কেন্দ্রে পরিণত হচ্ছে।

 সান ইয়াত সেনের নাতির ভাতিজি সু ইয়া লি বলেছেন, সান ইয়াত সেনের স্বপ্ন ছিল চীনের পুনরুত্থান। নতুন যুগের এই দশ বছরে ‘চীনা স্বপ্ন’ চীনা জাতির সকল সন্তানের অভিন্ন স্বপ্নে পরিণত হয়েছে। গত দশ বছরে সি চিন পিং’র নেতৃত্বে চীনা জনগণ একটার পর একটা দুর্যোগ ও সংকট কাটিয়ে উঠেছে এবং একটির পর একটি বিষ্ময় সৃষ্টি করেছে।

বর্তমানে ৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার গ্রামীণ দরিদ্র মানুষ পুরোপুরি দারিদ্র্যমুক্ত হয়েছে। ২০২১ সালে চীনাদের মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় ২০১২ সালের তুলনায় ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত দশ বছরে,জেলা ও থানায় মোট ১৩০ কোটি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। মৌলিক চিকিৎসা সেবা এবং পেনশন বীমার সুবিধা ভোগ করছে যথাক্রমে ১৩৬ কোটি ও ১০৪ কোটি মানুষ। বৈশ্বিক উদ্ভাবন সূচকের র‍্যাংকিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং কার্বন নির্গমনের পরিমাণ ৩৪.৪ শতাংশ কমেছে।

চীনা স্বপ্ন বাস্তবায়নে সকলের প্রচেষ্টা অপরিহার্য

চীনা স্বপ্ন ১৪০ কোটি চীনা জনগণের প্রত্যাশার বহনকারী। ক্ষুধা থেকে সার্বিক সচ্ছল সমাজ গঠন করেছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়েছে চীন। সমৃদ্ধ ও শক্তিশালী হয়েছে দেশ ও জাতি। চীনা জাতির সাম্প্রতিক যুগের বৃহত্তম স্বপ্নের আগুণের শক্তিশালী শিখা জ্বলছে।

 

(রুবি/এনাম)