সাবেক চীনা প্রেসিডেন্ট চিয়াং জেমিনের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক প্রকাশ
2022-12-02 15:41:56

ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: সাবেক চীনা প্রেসিডেন্ট চিয়াং জেমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতা এবং প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিরা। তারা ফোন, চিঠি ও অন্যান্য মাধ্যমে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রতি শোকবার্তা জানিয়েছেন।

চিয়াং জেমিনকে রাশিয়ার পুরনো বন্ধু উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন চীন-রাশিয়া সম্পর্ক উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

লাওসের প্রেসিডেন্ট এবং লাও পিপলস রেভুলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি থোংলুন সিসোলিথ বলেন, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের ধারণায় চিয়াং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

কিউবার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টি অব কিউবার কেন্দ্রীয় কমিটির ফার্স্ট সেক্রেটারি মিগুয়েল ডিয়াজ ক্যানেল বলেন কিউবার বিপ্লবের বন্ধু ছিলেন চিয়াং জেমিন।

আরও শোক প্রকাশ করেছেন  ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানুল বলকিয়াহ, সিংগাপুরের প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুব, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ, কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমারত টোকায়েভ, তাজিক প্রেসিডেন্ট এমামালি রাহমোন, বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো, প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডানিয়েল ওরতেগা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, চেক প্রেসিডেন্ট মিলোস জেমান, জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামাদেক টেকো হুন সেন।

শান্তা/ সাজিদ