আগামী ৫ নভেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবক বিভিন্ন খাতে পরিশ্রম করছেন, অবদান রাখছেন। বাংলাদেশের তাহমিনা সুলতানা তাদের একজন। তিনি বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে সম্প্রতি স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কর্মে নিযুক্ত আছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, গত ফেব্রুয়ারি মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমসে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি মূলত সৌকাং স্কি প্ল্যাটফর্মে প্রযুক্তিগত সাহায্য-সহযোগিতা করেছেন। চলুন, তাঁর গল্প শুনি।