ইইউকে রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের তাগিদ দিলেন সি চিন পিং
2022-12-01 17:38:19

ডিসেম্বর ১: আজ (বৃহস্পতিবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের মহাগণভবনে চীন সফররত ইউরোপীয় পরিষদের চেয়ারম্যান চার্লস মিশেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এসময়  তাঁরা ইউক্রেন সংকট নিয়ে মত বিনিময় করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, চীনে একটি পুরোনো প্রবাদ প্রচলিত রয়েছে: ‘শহরের গেটে আগুন লাগলে পুকুরের মাছও বিপর্যয় থেকে রক্ষা পায় না’। রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান ইউরোপের সর্বোত্তম স্বার্থ এবং ইউরেশিয়ার সকল দেশের সাধারণ স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে সংকটের তীব্রতা হ্রাস, শান্তির জন্য উত্সাহিত করা, সংকটের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করা এবং অন্যান্য  ঝুঁকির বিষয়ে সবারই সতর্ক থাকা প্রয়োজন।

তিনি বলেন, মধ্যস্থতা বৃদ্ধি করে একটি সুষম, কার্যকর এবং টেকসই ইউরোপীয় নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার নেতৃত্বদানে ইউরোপীয় ইউনিয়নকে সমর্থন করে চীন।

তিনি বলেন, বেইজিং সব সময় শান্তির পক্ষে দাঁড়িয়েছে এবং আগামীতেও নিজস্ব উপায়ে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

লিলি/এনাম/রুবি