রুশ কেন্দ্রীয় ব্যাংকের ৩০০ বিলিয়ন ইউরো ফ্রোজেন করেছে ইইউ
2022-12-01 11:27:40

ডিসেম্বর ১: রুশ কেন্দ্রীয় ব্যাংকের ৩০০ বিলিয়ন ইউরোর রিজার্ভ ফ্রোজেন করেছে ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় গতকাল (বুধবার) ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এক বিবৃতিতে এ তথ্য জানান।

গত কয়েক মাস ধরেই ইইউ, যুক্তরাষ্ট্র আর পাশ্চাত্যের অন্যান্য দেশের কর্মকর্তারা বৈধভাবে রুশ সম্পত্তি আটক রাখা এবং বিদেশে রাশিয়ার নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে আলোচনা করে আসছেন।  

ইইউ’র অধিকাংশ সদস্যদেশ মনে করে, কেবল অপরাধী দোষী সাব্যস্ত হলেই সংশ্লিষ্ট সম্পত্তি ফ্রোজেন বা আটক রাখা বৈধ হতে পারে। তবে, কালো তালিকায় অন্তর্ভুক্ত হওয়া রুশ নাগরিকদের অনেক সম্পত্তি তাদের আত্মীয়স্বজন বা পরিচিত লোকের নামে নিবন্ধিত থাকায় তা ফ্রোজেন করা সম্ভব নয়। 

এদিকে, রুশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফ্রোজেন করার ইইউ সিদ্ধান্তকে অবৈধ বলে আখ্যায়িত করে নিন্দা করেছে মস্কো। (সুবর্ণা/আলিম/রুবি)