চীনের প্রথম ১০ মিলিয়ন কিলোওয়াট ইন্টিগ্রেটেড এনার্জি বেসের নতুন জ্বালানি প্রকল্প সার্বিকভাবে প্রতিষ্ঠিত
2022-12-01 11:17:12

ডিসেম্বর ১: গতকাল (বুধবার) চীনে ৬ মিলিয়ন কিলোওয়াট নতুন জ্বালানি প্রকল্পের প্রথম উইন্ড টার্বাইন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে চীনের প্রথম ১০ মিলিয়ন কিলোওয়াট মাল্টি এনার্জি পরিপূরক ইন্টিগ্রেটেড এনার্জি বেসের নতুন জ্বালানি প্রকল্প সার্বিকভাবে প্রতিষ্ঠিত হলো।

এই বায়ুবিদ্যুৎপ্রকল্প ‘কানসু প্রদেশ থেকে শানতোং প্রদেশে বিদ্যুৎপাঠানো’ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।  এতে মোট বিনিয়োগ ৪০ বিলিয়ন ইউয়ানেরও বেশি। প্রকল্পের মোট উত্পাদন-ক্ষমতা ৬ মিলিয়ন কিলোওয়াট-ঘন্টা। এর মধ্যে ৪.৫ মিলিয়ন কিলোওয়াট-ঘন্টা বায়ু বিদ্যুৎ এবং ১.৫ মিলিয়ন কিলোওয়াট-ঘন্টা সৌরবিদ্যুৎউত্পন্ন হবে। এ প্রকল্পের ফলে বছরে ১১ মিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইট নির্গমন হ্রাস পাবে। (তুহিনা/আলিম/রুবি)