৪০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের রেকর্ড চীন-মধ্য এশিয়া পাইপলাইনে
2022-12-01 16:54:58

ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর ৪০ বিলিয়ন ঘনমিটারেরও বেশি গ্যাস সরবরাহ করেছে চীন-মধ্য এশিয়া গ্যাস পাইপলাইন। পাইপ-চায়না ওয়েস্ট পাইপলাইন কোম্পানি বলছে, এ সময় প্রতিদিন ১২০ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয়।

১ হাজার ৮৩৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই পাইপলাইন দিয়ে বছরে ৬০ বিলিয়ন ঘনমিটার পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব বলেও জানায় কোম্পানিটি। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াং থেকে এই পাইপলাইনের মাধ্যমে উজবেকিস্তান ও কাযাখস্তান হয়ে তুর্কমেনিস্তানের সীমানা পর্যন্ত পৌছানো যায় গ্যাস। ২০০৯ সালের ডিসেম্বরে শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৭৩০ দিন ধরে এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ চলছে।

ওয়েস্ট পাইপলাইনের হরগোস অপারেশন অঞ্চলের কর্মী চিন ইওহুই বলেন, সরবরাহ ও চাহিদার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পাশাপাশি তীব্র শীতে সবচেয়ে কতো বেশি চাহিদা হতে পারে তাও অনুমান করা হচ্ছে। এ সময় প্রতিদিন গ্যাসের সরবরাহ ১০০ মিলিয়ন ঘনমিটারে স্থির থাকছে।

সাজিদ/ শান্তা