বিশ্বমানের প্রতিভাবানদের আকৃষ্ট করবে সিংহুয়া বিশ্ববিদ্যালয়
2022-12-01 17:03:50

ডিসেম্বর , সিএমজি বাংলা ডেস্ক: চীনের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সিংহুয়া বিশ্ববিদ্যালয় ২০৩৫ সাল নাগাদ নিজেকে বিশ্বের প্রতিভাবানদের এক কেন্দ্র হিসেবে  প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে।

প্রতিভা উন্নয়ন বিষয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ২০২৫ সাল নাগাদ শীর্ষস্থানীয় বিদেশী শিক্ষক ছাত্রদের নিজের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট করবে যাতে এর একাডেমিক গবেষণার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয় এবং উচ্চ-স্তরের বিজ্ঞান প্রযুক্তির উপর দেশের স্বনির্ভরতাকে উন্নীত করা যায়।

উচ্চ-মানের জাতীয় উন্নয়নের লক্ষ্যে মৌলিক বিষয়ে এবং মূল প্রযুক্তিগুলোর উপর মৌলিক অত্যাধুনিক গবেষণা পরিচালনা করতে শিক্ষকদেরকে উৎসাহিত করা হয়েছে নির্দেশিকায়।

এতে বলা হয়েছে, প্রতিভাবানদের আকর্ষণ করা এবং গড়ে তোলা সিংহুয়ার জন্য সমান গুরুত্বপূর্ণ। এটি পোস্ট-ডক্টরাল গবেষকদের জন্য দরকারি শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার পরিকল্পনা করেছে এবং এমন গবেষকদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ রাখার কথা বলেছে।

বিশ্ববিদ্যালয়টি ২০৩০ সালের মধ্যে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং ২০৫০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

 রহমান/শান্তা