ভবিষ্যতের পথ বাতলে দিয়েছে সিপিসির বিংশতম কংগ্রেস: সি চিন পিং
2022-12-01 16:39:54

ডিসেম্বর ১: আজ (বৃহস্পতিবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের মহাগণভবনে চীন সফররত ইউরোপীয় পরিষদের চেয়ারম্যান চার্লস মিশেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

 

বৈঠকে সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমানে বিশ্ব, যুগ ও ইতিহাস দ্রুত পরিবর্তন হচ্ছে এবং নানা দেশ ভবিষ্যতের পথ নিয়ে এখনই চিন্তা-ভাবনা করছে। সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেস এ সম্পর্কে চীনের উত্তর দিয়েছে। আর তা হলো চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক পথে জনগণ-কেন্দ্রিক উন্নয়ন করা।

 

তিনি বলেন, বিংশতম কংগ্রেস উন্মুক্তকরণ ও সংস্কার নীতিতে অবিচল থাকার পাশাপাশি স্বাধীন ও শান্তিপূর্ণ কূটনৈতিক নীতি অনুসরণ করে বিশ্ব শান্তি রক্ষা করার বিষয়ে জোর দিয়েছে। সেসঙ্গে অভিন্ন উন্নয়ন এগিয়ে নেয়ার নীতিতে অবিচল থেকে মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে গুরুত্বারোপ করেছে এ কংগ্রেস। (শিশির/এনাম/রুবি)