বেইজিংয়ে পৌঁছেছে সাবেক প্রেসিডেন্ট চিয়াং চ্য মিন’র মৃতদেহ
2022-12-01 19:51:00

ডিসেম্বর ১: চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং চ্য মিনের মৃতদেহ আজ (বৃহস্পতিবার) বিশেষ বিমানে করে শাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছেছে। সাবেক প্রেসিডেন্টের মৃতদেহকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংসহ চীন সরকার ও সিপিসির নেতৃবৃন্দ।

 

সাবেক প্রেসিডেন্টের মৃতদেহের আগমন উপলক্ষে বেইজিংয়ের সি চিয়াও বিমানবন্দরে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। সেখানে সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লি ইউয়ান বুকে সাদা ফুল এবং বাহুতে কালো কাপড় পরে নীরবে দাঁড়িয়ে ছিলেন।

 

বিকেল তিনটা ৫৫ মিনিটে চিয়াং চ্য মিনের মৃতদেহ বহনকারী বিমানটি অবতরণ করে। পরে চীনা গণমুক্তি ফৌজের বারোজন সদস্য তাঁর  কফিন বহন করে বিমান থেকে নেমে আসেন। এসময় সি চিন পিংসহ নেতৃবৃন্দ তিনবার মাথা নুইয়ে শ্রদ্ধা জানান।

 

(রুবি/এনাম/লাবণ্য)