সুদের হার বাড়লেও গতি মন্থর হবে: পাওয়েল
2022-12-01 17:39:38

ডিসেম্বর ১: গতকাল (বুধবার) যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমে পাওয়েল মার্কিন ব্রুকিংস ইনস্টিটিউশনে গুরুত্বপূর্ণ এক বক্তৃতা দিয়েছেন।

 

তাতে তিনি বলেছেন যে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই এখনও ‘শেষ’ হয়নি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি আরও কিছু সময়ের জন্য অব্যাহত থাকবে। তবে, সুদের হার বৃদ্ধির গতি ডিসেম্বরের প্রথম দিকে ধীর হতে পারে।

 

উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় ফেডারেল রিজার্ভ চলতি বছর বেশ কয়েকবার সুদের হার বাড়িয়েছে। যার মধ্যে জুন, জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে বৃদ্ধির হার ছিল ৭৫ বেসিস পয়েন্ট।

লিলি/এনাম/রুবি