রুশ তেলের দাম নির্দিষ্ট করে দিতে নারাজ তিন ইইউ দেশ; যুক্তরাষ্ট্রের তদবিরে কাজ হয়নি
2022-12-01 11:25:19

ডিসেম্বর ১: রুশ তেলের সর্বোচ্চ দাম ব্যারেলপ্রতি ৬২ মার্কিন ডলার করার প্রস্তাবে রাজি হয়নি পোল্যান্ড, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া। এ ব্যাপারে মার্কিন তদবিরও কোনো কাজে আসেনি। 

গতকাল (বুধবার) মার্কিন গণমাধ্যম পলিটিকো-র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, ইইউ কমিশন সদস্যদেশগুলোর কাছে রুশ তেলের সর্বোচ্চ মূল্য নির্দিষ্ট করে দেওয়াবিষয়ক উক্ত প্রস্তাব পেশ করে।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে, দেশের স্বার্থ লঙ্ঘন করে বিদেশে কোনো পণ্য রপ্তানি করবে না মস্কো। যেসব দেশ রুশ তেলের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেবে, সেসব দেশে তেলও রপ্তানি করবে না রাশিয়া। (সুবর্ণা/আলিম/রুবি)