বেইজিংয়ে লাওসের প্রেসিডেন্টের সঙ্গে লি খ্য ছিয়াংয়ের বৈঠক
2022-12-01 10:18:11

ডিসেম্বর ১: গতকাল (বুধবার) চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বেইজিংয়ে লাওসের প্রেসিডেন্ট থংলুন সিসুলিথের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন ও লাওস পরস্পরের বন্ধু ও সুপ্রতিবেশী। দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টির লক্ষ্যে, চীন লাওসের সঙ্গে উচ্চ পর্যায়ের আদান-প্রদান অব্যাহত রাখতে এবং বাস্তব সহযোগিতা গভীরতর করতে চায়।

তিনি বলেন, চীন লাওসের সঙ্গে দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে এবং অব্যাহতভাবে দু’পার্টি ও দু’দেশের মধ্যে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার আরও সুযোগ খুঁজে বের করতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, লাওস থেকে উচ্চমানের কৃষিপণ্যের আমদানি বাড়াবে চীন। চীনা প্রতিষ্ঠানগুলোকে লাওসে বিনিয়োগ বাড়াতে উত্সাহিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জবাবে লাও প্রেসিডেন্ট বলেন, লাওস-চীন সম্পর্ক ও সহযোগিতা থেকে নতুন নতুন অগ্রগতি অর্জিত হচ্ছে। লাওস চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে স্বাগত জানায়। (প্রেমা/আলিম/রুবি)