চীন, ইউরোপের অর্থনীতি পরস্পরের ওপর নির্ভরশীল: বেইজিং
2022-12-01 17:54:04

ডিসেম্বর ১: আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সু ইয়ু থিং বলেছেন, চীন-ইউরোপ সম্পর্ককে গুরুত্ব দেয় বেইজিং। দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করে উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতা, বিশ্ব শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষা,  এবং  আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যের শৃঙ্খলা ও নিয়ম রক্ষা করতে চায় চীন।

 

তিনি বলেন, দু’পক্ষের শীর্ষ নেতাদের নেতৃত্বে চীন ও ইউরোপের অর্থনীতি একে অপরের পরিপূরকের ভূমিকা পালন করেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে চীন ও ইউরোপের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ৭১১.৪ বিলিয়ন মার্কিন ডলার। তা গত বছরের একই সময়ের তুলনায় ৬.৩ শতাংশ বেশি। ইইউ’র বৃহত্তম বাণিজ্য অংশীদার হলো চীন এবং চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হচ্ছে ইইউ।

 

তিনি আরও বলেন, আজ সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ইউরোপীয় পরিষদের চেয়ারম্যান  চার্লস মিশেল বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। দুই নেতার এ বৈঠকের সুযোগ কাজে লাগিয়ে ইউরোপের সঙ্গে  পারস্পরিক সম্মান ও কল্যাণের নীতি অনুসারে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে পেতে চায় চীন। পাশাপাশি, উচ্চমানের সহযোগিতা করে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগাতে আগ্রহী বেইজিং।

 

মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন-ইউরোপ বিনিয়োগ চুক্তি হলো একটি ভারসাম্যপূর্ণ, উচ্চ মানসম্পন্ন ও পারস্পরিক কল্যাণের চুক্তি। এটি চীন, ইউরোপকে ছাড়িয়ে গোটা বিশ্বকে উপকৃত করবে। তাই চীন ও ইউরোপের উচিৎ  যত দ্রুত সম্ভব চুক্তি স্বাক্ষর ও কার্যকর করা। (শিশির/এনাম/রুবি)