জৈব নিরাপত্তা জোরদারে বিশ্বকে মতৈক্যে পৌঁছানোর আহ্বান চীনের
2022-11-30 16:25:08

নভেম্বর ৩০: গত সোমবার জৈব অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির নবম পর্যালোচনা সম্মেলন জেনেভায় অনুষ্ঠিত হয়। চীনা প্রতিনিধি দলের প্রধান লি সুং সম্মেলনে বক্তব্য রেখেছেন।

 

জৈব অস্ত্র নিষিদ্ধকরণ ও তার  বিস্তার রোধ, জীব বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও শান্তিপূর্ণ ব্যবহারসহ নানা ক্ষেত্রে চুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার উচ্চ মূল্যায়ন করেন তিনি। এসময় চুক্তির বাস্তবায়ন জোরদার এবং বিশ্ব জৈব নিরাপত্তা প্রশাসনের ক্ষেত্রে চীনের অবস্থান তুলে ধরেন লি সুং।

 

চীনা প্রতিনিধি বলেন, জৈব নিরাপত্তায় কোন দেশের নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। বিশ্ব নিরাপত্তা প্রস্তাবে চীন উল্লেখ করেছে যে ঐতিহ্যিক ও অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তা রক্ষার সমন্বয় জোরদার করতে হবে এবং একত্রে বিশ্ব জৈব নিরাপত্তাসহ বৈশ্বিক সমস্যা মোকাবিলা করবে বেইজিং।

 

তিনি বলেন, চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর উচিৎ বিশ্ব জৈব নিরাপত্তা প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা বাড়ানো এবং চুক্তির শর্তসমূহ বাস্তবায়নে মতৈক্যে পৌঁছানো।

 

 উল্লেখ্য, জৈব অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি ১৯৭২ সালে স্বাক্ষরিত এবং ১৯৭৫ সালে কার্যকর হয়। মোট ১৮৪টি দেশ এ চুক্তি স্বাক্ষর করেছে।

 

২০০১ সাল থেকে যুক্তরাষ্ট্র এ চুক্তির ভিত্তিতে একটি যাচাই-বাছাই ব্যবস্থা স্থাপনের বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে।

(শিশির/এনাম/রুবি)