নচিয়াংয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য নতুন এক শিক্ষা পদ্ধতি চালু করে চীন সরকার- যেখানে বিশেষ সুবিধা পেয়ে মুল ভূখণ্ডের শিক্ষার্থীদের সঙ্গে পড়াশুনার সুযোগ পায় সংখ্যালঘু পরিবারের সন্তানরা। শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে যে অকৃত্রিম ভালোবাসার বন্ধন তৈরি হতে পারে তা উঠে এসেছে “A Place Where the Dream Begins” সিনেমায়। এই চলচ্চিত্রটিতে সিনচিয়াংয়ের নতুন শিক্ষানীতি ও এর সুফল খুব সুন্দরভাবে ফুটে উঠছে।