শেনচৌ-১৫ নভোচারীদের চীনের মহাকাশকেন্দ্রে প্রবেশ
2022-11-30 10:34:12

নভেম্বর ৩০: আজ (বুধবার) ভোরে, শেনচৌ-১৫ মনুষ্যবাহী মহাকাশযানটি, চীনের মহাকাশকেন্দ্রের সাথে সংযুক্ত হয় এবং এর তিন নভোচারী মহাকাশকেন্দ্রের মূল অংশে প্রবেশ করেন। চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) এ তথ্য জানিয়েছে।

সিএমএসএ জানায়, সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার পর, বেইজিং সময় সকাল ৭টা ৩৩ মিনিটে, শেনচৌ-১৪ নভোচারীরা মহাকাশকেন্দ্র থিয়ানকুংয়ে নতুন তিন নভোচারীকে স্বাগত জানান। চীনা মহাকাশকেন্দ্রে এমন ঘটনা এই প্রথম ঘটলো।

এখন সামনের কয়েক দিন ছয় নভোচারীই মহাকাশকেন্দ্রে অবস্থান করবেন। পরে, শেনচৌ-১৪ নভোচারীরা পৃথিবীতে ফিরে আসবেন। শেনচৌ-১৫ নভোচারীরা মহাকাশকেন্দ্রে আগামী ৬ মাস অবস্থান করবেন। (প্রেমা/আলিম/রুবি)