চীনা শক্তি নিয়ে তৈরি রিপোর্ট হচ্ছে মার্কিন আধিপত্য বজায় রাখার অজুহাত: বেইজিং
2022-11-30 19:20:20

নভেম্বর ৩০: সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বারবার কথিত ‘চীনা হুমকি তত্ত্বে’র বিভিন্ন সংস্করণকে অতিরঞ্জিত করে প্রচার করছে। তার লক্ষ্য হচ্ছে  মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণ এবং সামরিক আধিপত্য বজায় রাখার অজুহাত খোঁজা। এটি যুক্তরাষ্ট্রের সাধারণ কৌশল এবং সমগ্র বিশ্ব এ সম্পর্কে ভালভাবে অবগত রয়েছে।

 

চীনের সামরিক শক্তির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বার্ষিক রিপোর্ট নিয়ে আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

 

মুখপাত্র বলেন, চীনের পারমাণবিক নীতি বরাবরই এক ও স্পষ্ট। চীন আত্মরক্ষার পারমাণবিক কৌশল অনুসরণ করে, পরমাণু অস্ত্র প্রথম ব্যবহার না-করার নীতি মেনে চলে, পারমাণবিক শক্তির বিকাশে অত্যন্ত সংযম বজায় রাখে, সর্বদা জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন স্তরে নিজস্ব পারমাণবিক শক্তি বজায় রাখে এবং কখনোই কোনো ধরনের অস্ত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি।

 

মুখপাত্র আরও বলেন, বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারের দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে তার জাতীয় নিরাপত্তা নীতিতে পারমাণবিক অস্ত্রের ভূমিকাকে শক্তিশালী করে চলেছে, অনড়ভাবে পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহারের নীতি মেনে চলছে, এবং নির্দিষ্ট কিছু দেশের জন্য পারমাণবিক হুমকির কৌশল প্রণয়ন করেছে। সেসঙ্গে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন সহযোগিতা চালিয়েছে, যা পারমাণবিক অস্ত্রের সম্প্রসারণ রোধ চুক্তির উদ্দেশ্যকে ব্যাহত করেছে।

লিলি/এনাম/রুবি