বাণিজ্য ক্ষেত্রে মার্কিন আচরণ ইউরোপকে দূরে ঠেলে দিচ্ছে: বৃটিশ গণমাধ্যম
2022-11-30 16:40:35

নভেম্বর ৩০: ‘রেফারেন্স নিউজ’ আজ (বুধবার) বৃটেনের ‘ফাইনান্সিয়াল টাইমসের’ একটি সম্পাদকীয় প্রকাশ করেছে।

‘বাণিজ্য খাতে যুক্তরাষ্ট্রের স্বার্থপর আচরণ ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে অবনতির দিকে ঠেলে দিচ্ছে’  শিরোনামের এই সম্পাদকীয়তে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। এসময় ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে সবুজ ভর্তুকিসহ মার্কিন বাণিজ্য ব্যবস্থা নিয়ে ইইউ সদস্যদের উদ্বেগের একটি তালিকা প্রদান করবেন।

জানা গেছে, গত অগাস্ট মাসে যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতি নিয়ে একটি আইন পাস করেছে। তা নিয়ে ইইউ কর্মকর্তারা উদ্বিগ্ন। কারণ এ আইনে বিদ্যুৎ-চালিত গাড়িসহ সবুজ প্রযুক্তির ভর্তুকি-সংক্রান্ত কিছু নিয়ম রয়েছে যাদেরকে তারা বৈষম্যমূলক মনে করছেন। কর্মকর্তারা বলছেন যে এসব ব্যবস্থা অন্যায়ভাবে ইইউ কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে টেনে নিতে এবং বৈশ্বিক বাণিজ্য নিয়মে বিঘ্ন ঘটাতে পারে। ফলে ইউরোপীয় কোম্পানিগুলোর উপর মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের সম্ভাব্য নেতিবাচক প্রভাবের বিষয়ে অসন্তুষ্ট ইইউ কর্মকর্তারা ।

তা ছাড়া, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম অনেক কম বলে উদ্বিগ্ন রাজনীতিবিদরা। কারণ তা ইউরোপীয় ইউনিয়ন থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোকে তাদের ব্যবসা এবং বিনিয়োগ সরিয়ে নিতে উদ্বুদ্ধ করতে পারে।

জার্মান প্রতিষ্ঠান বিএএসএফ গত মাসে বলেছিল যে ইউরোপে তাদের ব্যবসা ‘স্থায়ীভাবে’ হ্রাস করতে হবে।

প্রেসিডেন্ট ম্যাকখোঁ অভিযোগ করেন যে মার্কিন জ্বালানি উৎপাদকরা ইউরোপে তাদের বিক্রি বাড়ানোর সঙ্গে সঙ্গে অতিরিক্ত মুনাফা করছে।

লিলি/এনাম/রুবি