চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেবে ভারত
2022-11-30 19:28:47

নভেম্বর ৩০: ভারতের বৈদেশিক বাণিজ্য প্রশাসন গতকাল (মঙ্গলবার) জানায়, গত সেপ্টেম্বর মাসে জারিকৃত কিছু চালের উপর রপ্তানি নিষেধাজ্ঞা বাতিল করা হবে।

 

জানা গেছে, চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গ, ও বিহারসহ চাল উৎপাদনের প্রধান এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক গড় পরিমাণের তুলনায় কম হলে চাল উৎপাদনের পরিমাণ নিয়ে সেদেশে উদ্বেগ দেখা দেয়। ফলে গত ৯ সেপ্টেম্বর চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। সেসঙ্গে কিছু চালের রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্কও আরোপ করা হয়।

 

চলতি অর্থ বছর ভারত চাল রপ্তানি করে পেয়েছে ৫৫০ কোটি মার্কিন ডলার। গত বছর তা ছিল ৯৭০ কোটি ডলার।(শিশির/এনাম/রুবি)