৩.৬ বিলিয়ন মানুষ বছরে ১ মাস পানি সংকটে থাকে
2022-11-30 17:04:02

নভেম্বর ৩০: বিশ্ব আবহাওয়া সংস্থা গতকাল (মঙ্গলবার) প্রথম ‘গ্লোবাল ওয়াটার রিসোর্সেস স্ট্যাটাস রিপোর্ট’ প্রকাশ করেছে।

 

সেসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী মিঠা পানি সম্পদ নিয়ে গবেষণা করেছে এ সংস্থা।

 

এ রিপোর্টের লক্ষ্য হলো পৃথিবীর জল সম্পদের ওপর জলবায়ু, পরিবেশ ও সামাজিক পরিবর্তনের প্রভাব পর্যালোচনা করা, যাতে ক্রমবর্ধমান চাহিদা এবং সীমিত সরবরাহের মুখে বিশ্বব্যাপী মিঠা পানির পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনাকে সমর্থন করা যায়।

 

বৈশ্বিক নদী প্রবাহ এবং প্রধান বন্যা এবং খরার একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান এবং স্থলজ জল সঞ্চয়ের পরিবর্তন বিশ্লেষণ করেছে এ রিপোর্ট।

 

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে বর্তমানে বিশ্বের ৩.৬ বিলিয়ন মানুষ প্রতিবছর কমপক্ষে এক মাস পানি সংকটে ভোগে এবং এ সংখ্যা ২০৫০ সালের মধ্যে ৫ বিলিয়ন ছাড়াতে পারে।

লিলি/এনাম/রুবি