‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিতে’ রাশিয়া ও যুক্তরাষ্ট্র ঐকমতে পৌঁছেনি
2022-11-30 11:36:39

নভেম্বর ৩০: গতকাল (মঙ্গলবার) রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ বলেন, ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তির’ আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র ঐকমতে পৌঁছেনি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনার আগে রাশিয়ার উত্থাপিত অগ্রাধিকার শর্তে কোনো গুরুত্ব দেয়নি যুক্তরাষ্ট্র। চলতি বছর এই চুক্তির আলোচনা শুরু হবে না। রাশিয়া আশা করে যুক্তরাষ্ট্র কৌশলগত স্থিতিশীলতা সংলাপ পুনরায় শুরু করবে। যদি যুক্তরাষ্ট্র সমতার ভিত্তিতে সংলাপ করতে না পারে, তাহলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা বলেন, রাশিয়া আশা করে, যুক্তরাষ্ট্র রাশিয়ার উদ্বেগের বিষয়ে গুরুত্ব দেবে এবং আগামী বছর এই চুক্তি নিয়ে সক্রিয়ভাবে কাজ করবে।

(তুহিনা/তৌহিদ/রুপি)