সর্বনিম্ন তাপমাত্রায় চীনের মানববাহী মহাকাশযানের প্রথম উৎক্ষেপণ
2022-11-30 19:49:32

নভেম্বর ৩০: চীনের ‘শেন চৌ-১৫’ মানববাহী মহাকাশযান গতকাল (মঙ্গলবার) রাতে চিউ ছুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ফলে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় মানববাহী মহাকাশযান উৎক্ষেপণের নতুন রেকর্ড সৃষ্টি করেছে চীন।

 

মহাকাশযান উৎক্ষেপণের আগে শক্তিশালী শীতল হাওয়ার আঘাতে উৎক্ষেপণ কেন্দ্রে দুই বার তুষার পড়ে। সেখানকার তাপমাত্রা ৪০ বছরে সর্বনিম্নে পৌঁছায়। এমন চরম শীতে চিউ ছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র এবারের উৎক্ষেপণের  সাফল্য নিশ্চিত করতে নানা ব্যবস্থা গ্রহণ করে।

 

চীনের মহাকাশ স্টেশন নির্মাণ চলাকালে উৎক্ষেপণ কেন্দ্র তার লঞ্চ টাওয়ারের সংস্কার করেছে। বিদ্যুৎ ব্যবস্থা এবং গ্যাসযুক্ত সরবরাহ ব্যবস্থাসহ নানা ব্যবস্থা নবায়ন করেছে। এবারের কার্যক্রমের আগে তাঁরা বেশ কয়েকবার পরীক্ষাও চালিয়েছে। ফলে তাপমাত্রা বৃদ্ধির ব্যবস্থা ব্যাপক উন্নত হয়েছে।

 

তা ছাড়া, তীব্র শীত থেকে রক্ষা করতে ১০ ধরণের ২০৯টি মোটা কাপড় দিয়ে বিভিন্ন যন্ত্রকে ঢেকে দেয়া হয়েছে। লঞ্চ টাওয়ারের ফাঁক ও বিদ্যুৎ তারের গুহা সিল করে দেওয়া হয়, যাতে টাওয়ারের বিভিন্ন স্তরের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণে আনা যায়।

(রুবি/এনাম/লাবণ্য)