‘আগের তুমি’
2022-11-30 13:52:54

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাও ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

শ্রোতা বন্ধুরা, চাও ছুয়ান, ১৯৬১ সালের ১৮ জুন চীনের তাইওয়ান প্রদেশের চিয়াই শহরে জন্মগ্রহণ করেন, তিনি হলেন চীনের সঙ্গীত মহলের বিখ্যাত গায়ক এবং সুরকার। ১৯৮৭ সালে চাও ছুয়ান ‘রকসঙ্গীত’ কোম্পানিতে যোগ দেন এবং আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে প্রবেশ করেন।

 

ছোটবেলায় চাও ছুয়ান রেডিওতে গান শুনতে শুরু করেন এবং সুন্দর সুর শুনে তিনি সঙ্গীতের শক্তি উপলব্ধি করেন। হাইস্কুলের সময় তার জীবনের প্রথম গিটার কেনা হয় এবং সেই সময় থেকে তিনি গিটার বাজানো শিখতে শুরু করেন। তারপর বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সঙ্গীতের প্রতি তার আগ্রহ আরো বেড়ে যায়। তিনি লেখাপড়া করার পাশাপাশি সহপাঠীর সঙ্গে একটি সঙ্গীত ব্যান্ডও গঠন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন চাও ছুয়ানের কন্ঠে ‘আগের তুমি’ গানটি। গানের কথায় বলা হয়: যদি বলি, আজ রাতেও হালকা বৃষ্টি হয়, সব কিছু ঠিক যেন আমাদের প্রথম দেখার দিনের মতো। কিন্তু এখন সব কিছু পরিবর্তন হয়, তোমার মুখে সময়ের দাগ নেই। তোমার জীবন কেমন, হাসি সব কিছু ব্যাখ্যা করে। হয়তো সময়ের কারণে আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। অতীতের কথা ধোঁয়ার মতো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন চাও ছুয়ানের গাওয়া ‘তোমাকে ভালোবাসি’ গানটি। গানের কথায় বলা হয়: প্রতিদিন তোমার ভালোবাসা চাই। কী ভাবছি- তুমি কল্পনা করো। আমি চাই, তুমি আমার প্রতিটি দিন চমত্কার করবে। সঠিক ভালোবাসা কী? আমাদের প্রেম সমৃদ্ধ, এটা কি ভাগ্য? ভালোবাসতে হয়, না হলে আনন্দ কোথা থেকে আসবে! ভালোবাসতে হয়, না হলে দুঃখ কীভাবে হয়!

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে চাও ছুয়ানের গাওয়া আরেকটি গান শোনাতে চাই, এর নাম ‘সাহসী’। গানের কথাগুলো এমন: একজন, আমি খুব মর্মাহত। একজন, পথে হাঁটি। একজন, যার ওপর রাগ করি। একজন, কার জন্য ব্যস্ত থাকি। একজন কীভাবে আনন্দ হয়। আগে আমরা দু’জন ছিলাম, কিন্তু এখন দু’জন কীভাবে সম্ভব হয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই চাও ছুয়ানের আরেকটি গান, গানের নাম ‘আমার নাম জানা মানুষ’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাও ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)