চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং চ্য মিন আর নেই
2022-11-30 18:55:56

নভেম্বর ৩০: চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং চ্য মিন আজ (মঙ্গলবার) শাংহাইয়ে মৃত্যুবরণ করেছেন। লিউকেমিয়ায় ভোগে  এবং শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে পড়লে তিনি আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। 

 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, রাষ্ট্রীয় পরিষদ, কেন্দ্রীয় সামরিক কমিশন ও নিখিল চীনের জনগণ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

 

কমরেড চিয়াং চ্য মিন হলেন চীনের কমিউনিস্ট পার্টি, গণমুক্তি ফৌজ, এবং বিভিন্ন জাতির জনগণের মর্যাদাপূর্ণ এক মহান নেতা। তিনি একজন মহান মার্ক্সবাদী, সর্বহারা বিপ্লবী, রাজনীতিবিদ, সমরবিদ, কূটনীতিক, এবং দীর্ঘ পরীক্ষায় উত্তীর্ণ কমিউনিস্ট।

 

তিনি হলেন চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক আদর্শের এক মহান নেতা। সিপিসি’র তৃতীয় কেন্দ্রীয় নেতাদের কেন্দ্র এবং ‘তিনটি প্রতিনিধিত্ব’ শীর্ষক গুরুত্বপূর্ণ ধারণার প্রধান সৃষ্টিকারী তিনি।

 

কমরেড চিয়াং চ্য মিন হলেন একজন দূরদৃষ্টিসম্পন্ন  নেতা। তিনি চীন ও বিশ্বের উন্নয়নের প্রবণতা নিয়ে সব সময় ভেবেছেন। তিনি সব সময় পার্টি ও জনগণকে মনের মধ্যে ধরে রেখেছেন। কমিউনিস্ট আদর্শে সর্বদা আস্থাশীল ও অবিচল ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তিনি অসাধারণ দিকনির্দেশনা দিয়েছেন। 

 

তাঁর মৃত্যুতে চীন অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে। নিখিল চীনের বিভিন্ন জাতির লোকজন তাঁর প্রয়াণের শোককে শক্তিতে পরিণত করে কমরেড চিয়াং’র চেতনাকে ধারণ করবে এবং বাস্তব তৎপরতার মাধ্যমে শোক প্রকাশ করবে বলে আশা করে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি।

 

(রুবি/এনাম/লাবণ্য)