এক পায়ে বুট পরে ফুটবল মাঠে এক তিব্বতি ছেলে...
2022-11-30 14:36:33

গ্যদান ছুসাং নামের এক তিব্বতি ছেলে ফুটবল অনেক পছন্দ করে। তবে, ফুটবল খেলার সময় সে মাত্র এক পায়ে বুট পরে। কারণ গ্যদান ছুসাং-এর এক জোড়া বুট কেনার সামর্থ্য নেই।  এ ক্ষুধে ফুটবল ভক্ত বাস করে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত এলাকার তিং রি জেলার চাসিচুং উপজেলায়। সেখানকার গড় উচ্চতা ৪৩০০ মিটার। এটি চীনের মাউন্ট এভারেস্ট তথা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতের নিকটতম একটি উপজেলা। ছোট্ট ভেড়া পালক থেকে পর্বতারোহী গাইড পর্যন্ত সেখানকার সবাই ফুটবল খেলতে পছন্দ করে।

চাসিচুং উপজেলার ওয়ান ছুয়ান প্রাথমিক স্কুলে পড়েছে গ্যদান ছুসাং। তার স্কুল থেকে দক্ষিণ দিকে তাকালে দেখা যায় মাউন্ট এভারেস্ট। শিশুরা মাউন্ট এভারেস্টের পাশে ফুটবল খেলে। তবে, ছোট্ট গ্যদান ছুসাংয়রে মনে দুশ্চিন্তা রয়েছে। কারণ ফুটবল তার লেখাপড়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভেবে তার বাবা মা তাকে ফুটবল খেলার বুট কিনে দিতে রাজি হয়নি। এ সমস্যা সমাধানে সে নিজে উপায় বের করেছে। গ্যদান ছুসাংয়ের ভাল একজন বন্ধু আছে, তার নাম পাসাং চিয়াপু। তার বন্ধু বাম হাতি এবং ফুটবলও খেলে বাম পায়ে। বন্ধুর এক জোড়া বুট আছে,  তাই দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছে যে একজন বাম পায়ে একটি বুট পরবে, আরেক জন ডান পায়ে পরবে অপরটি। এভাবেই তারা সমস্যার সমাধান করেছে। গ্যদান ছুসাং ডান পায়ে এবং পাসাং চিয়াপু বাম পায়ে ফুটবল বুট পরে। দুজন একসঙ্গে "সোনার বাম এবং ডান পা" তৈরি করেছে। এ দুই বন্ধু ফুটবল জুতা শেয়ার করে একসঙ্গে জয় লাভ করে। এর চেয়ে আরও সুন্দর কিশোর স্মৃতি আর কি হতে পারে?

গ্যদান ছুসাং মনে করে, বন্ধুর ফুটবল জুতা পরে সে আর দ্রুত বল মারতে পারে। নিজেকে একজন ফুটবল তারকার মনে হয়। কখনও কখনও ঘুমের মধ্যে ভাল ফুটবল  খেলার স্বপ্ন দেখে সে এবং আনন্দে জেগে উঠে। দুই বন্ধু এক জোড়া ফুটবল জুতা পরে স্কুলের ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

গ্যদান ছুসাংয়ের গ্রাম চাং ফু চীনের এভারেস্ট পর্বতের সবচেয়ে কাছে অবস্থিত। ছুটিতে সে বাবাকে ভেড়া পালনে সাহায্য করে। তবে, চারণভূমিতে থাকলেও সে সব সময় ফুটবলের কথা চিন্তা করে। স্কুলের ফুটবলের কোচ বলেছেন, এখানকার প্রায় সব শিশুই ফুটবল খেলতে পছন্দ করে। কারণ তাদের মতে ফুটবল খেলা খুব আনন্দের ব্যাপার। সেখানে তাদের মনের মুক্তি মেলে এবং তারা নিজেদেরকে মেলে ধরতে পারে। তুষারময় মালভূমিতে ফুটবল মাঠের সংখ্যাও দিন দিন বাড়ছে। এখন চীনের তিব্বতের ৭৪টি জেলার প্রতিটিতে অন্তত একটি করে ফুটবল মাঠ আছে। পাহাড় এবং গভীর উপত্যকার মধ্যে সীমাহীন তুষারক্ষেত্রে, বড় নদীর তীরে, প্রাচীন শহরের পুরনো গলিতে তথা সবখানে শিশুরা ফুটবল খেলতে পারে। আকাশের সবচেয়ে কাছের এ ভূমিতে অক্সিজেনের অভাব হয়; তবে, ফুটবলের প্রতি তাদের ভালবাসা কমে না।

(শিশির/এনাম/রুবি)