ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে জাতিসংঘ বৈঠকে প্রেসিডেন্ট সি’র অভিনন্দন
2022-11-30 16:40:45

নভেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত জাতিসংঘ বৈঠকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। 

বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্য সমস্যার মূলে রয়েছে ফিলিস্তিন ইস্যু। এ সমস্যার একটি সমন্বিত ও ন্যায়সঙ্গত নিষ্পত্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচারের উপর নির্ভর করে।

সি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং আরব ও ইহুদি জাতির যৌথ উন্নয়ন উভয় পক্ষের দীর্ঘমেয়াদী স্বার্থেই প্রয়োজন এবং এটি সব দেশের জনগণের অভিন্ন আকাঙ্খা।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দুই-রাষ্ট্র সমাধান মেনে চলা, আন্তর্জাতিক এজেন্ডায় ফিলিস্তিনি ইস্যুকে অগ্রাধিকার দেওয়া এবং ফিলিস্তিনি জনগণকে তাদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দ্রুত বাস্তবায়নে সহায়তা করা।

প্রেসিডেন্ট সি আশা প্রকাশ করেন যে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে পুনরায় সচল করতে শিগগির ফিলিস্তিন ও ইসরায়েল আলোচনায় বসবে।

চীন বরাবরের মতো ফিলিস্তিনি পক্ষকে মানবিক ও উন্নয়ন সহায়তা প্রদান করবে, এর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং ফিলিস্তিনের অর্থনীতির উন্নয়নে এবং জনগণের জীবিকা উন্নত করতে সহায়তা করবে বলেও আশ্বাস দেন প্রেসিডেন্ট সি  চিনপিং।

হাশিম/শান্তা