নভেম্বর ৩০: গতকাল (মঙ্গলবার) বিকেলে কাজাখস্তানের প্রধানমন্ত্রী আলিহান আশানুলি স্মাইলভের সঙ্গে এক অনলাইন বৈঠকে মিলিত হন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।
বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অব্যাহত উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন সংরক্ষণে বেইজিং প্রচেষ্টা চালিয়ে যাবে।
তিনি বলেন, চীন ও কাজাখস্তান পরস্পরের সুপ্রতিবেশী। গত ৩০ বছর ধরে দু’দেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাজাখস্তান সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন উন্নয়নের সুযোগ সৃষ্টি করে। কাজাখস্তানের সাথে উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে সহযোগিতা করতে ইচ্ছুক চীন।
লি আরও বলেন, চীন ও কাজাখস্তানের সহযোগিতার ভিত্তি বেশ ভালো। দু’দেশের সম্পর্কের বিরাট সুপ্তশক্তি ও সুউজ্জ্বল ভবিষ্যত রয়েছে। জ্বালানিসম্পদ খাতে সহযোগিতা দু’দেশের বাস্তব সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। চীন কাজাখস্তানের কাছে প্রাকৃতিক গ্যাসের স্থিতিশীল সরবরাহ আশা করে। কাজাখস্তান থেকে কৃষিজাত পণ্যের আমদানি বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
বৈঠকে কাজাখ প্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশ চীনের সাথে সম্পর্কের ওপর অনেক গুরুত্ব দেয়। কাজাখস্তান বিভিন্ন খাতে চীনের সাথে সহযোগিতা জোরদার করবে এবং কাজাখস্তান-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে। (সুবর্ণা/আলিম/রুবি)