ইরাকের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ইরান: প্রেসিডেন্ট রাইসি
2022-11-30 13:33:15

নভেম্বর ৩০: গতকাল (মঙ্গলবার) ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তাঁর দেশ প্রতিবেশী ইরাকের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক।

তিনি বলেন, ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির ইরান সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অতি গুরুত্বপূর্ণ। এতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত ও স্থিতিশীল হবে বলে আশা করা যায়।

প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, ইরান ও ইরাকের মধ্যে বিভিন্ন খাতে ঘনিষ্ঠ ও সুষ্ঠু সহযোগিতার সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও জোরদার করা উচিত। দু’দেশের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার একটি অংশ। তাই, উভয়ের নিরাপত্তা রক্ষায় মতৈক্যে পৌঁছাতে চেষ্টা করবে দু’দেশ। (সুবর্ণা/আলিম/রুবি)