কাল ছিউ শি ম্যাগাজিনে প্রকাশিত হবে প্রেসিডেন্ট সি’র ভাষণ
2022-11-30 17:32:41

নভেম্বর ৩০: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সপ্তম পূর্ণাঙ্গ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন প্রেসিডেন্ট সি চিন পিং।

 

আগামীকাল (বৃহস্পতিবার) চীনের শীর্ষস্থানীয় ছিউ শি ম্যাগাজিনে প্রকাশিত হবে তাঁর সেই গুরুত্বপূর্ণ ভাষণ।

 

ভাষণে সি চিন পিং বলেছেন, সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস হচ্ছে পুরো পার্টি, দেশ ও জাতির সার্বিক সমাজতান্ত্রিক আধুনিকায়নের নতুন অগ্রযাত্রা, দ্বিতীয় শতবছরের লক্ষ্য বাস্তবায়নের যুগ-সন্ধিক্ষণে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। তার প্রতি সকল চীনাদের রয়েছে গভীর প্রত্যাশা। এর ওপর আন্তর্জাতিক সমাজেরও রয়েছে গভীর নজর।

 

তিনি বলেন, সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের পতাকা উঁচুতে তুলে ধরে দেশি-বিদেশি পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে ওই কংগ্রেসের থিম উত্থাপন এবং বিগত ৫ বছরের কার্যক্রমের পাশাপাশি নতুন যুগের মহান বিপ্লবের সারসংক্ষেপ করা হবে। তাতে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের বৈশিষ্ট্য ও প্রাধান্যকে ব্যাখ্যা করা হবে। তা নতুন যুগে সিপিসিকে দেশের উন্নয়ন এবং দ্বিতীয় শতবছরের লক্ষ্য বাস্তবায়নে দিকনির্দেশনা দেবে।

(রুবি/এনাম/লাবণ্য)