বেইজিংয়ে ওয়াং ই’র সঙ্গে মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
2022-11-29 11:23:58

নভেম্বর ২৯: গতকাল (সোমবার) চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে মঙ্গোলিয়ার সফররত পররাষ্ট্রমন্ত্রী বাতসেসেগ বাতমুনখের সাথে এক বৈঠকে মিলিত হন।

    বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও মঙ্গোলিয়া পরস্পরের সুপ্রতিবেশী ও অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে দু’পক্ষের  সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে, যা দু’দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। মঙ্গোলিয়ান প্রেসিডেন্টের চীন সফরও দু’পক্ষের উচ্চ পর্যায়ের পারস্পরিক আস্থা ও সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের প্রতিফলন।

  ওয়াং ই আরও বলেন, দু’পক্ষের মধ্যে আরও সহযোগিতার বিরাট সম্ভাবনা রয়েছে। উন্নয়নের চাহিদা ও উদ্বেগ বিবেচনা করে, আর্থ-বাণিজ্য, শুল্ক, খনিজ সম্পদ, অবকাঠামো ব্যবস্থাপনা, মরুকরণ প্রতিরোধসহ বিভিন্ন খাতে মঙ্গোলিয়ার সাথে সহযোগিতা আরও জোরদার করবে বেইজিং।

    এ সময় মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সাথে সহযোগিতা তাঁর দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য জরুরি। চীনের সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নকাজ ত্বরান্বিত করে, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে মঙ্গোলিয়া। (সুবর্ণা/আলিম/রুবি)