সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের পর চীন ও ইইউ’র নেতাদের আনুষ্ঠানিক বৈঠক
2022-11-29 13:18:42

নভেম্বর ২৯: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল পয়লা সেপ্টেম্বরে চীনে সফর করবেন। সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের পর চীন ও ইইউ’র নেতাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

এই সফর সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, সফরকালে ইইউ নেতা চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, চীনের জাতীয় কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান শু ও সভাপতি  মিশেলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। দু’পক্ষ চীন ও ইউরোপ সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মতবিনিময় করবেন। তিনি আরো বলেন, ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেশ গুরুত্ব দেয় চীন। চীন আশা করে, এই সফরের মাধ্যমে দু’পক্ষের কৌশলগত যোগাযোগ ও ঐকমত্য জোরদার হবে, চীন-ইইউ সম্পর্ক টেকসই, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং জটিল ও অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করায় ভূমিকা রাখবে।

(তুহিনা/তৌহিদ/রুপি)