চীন-রাশিয়া এনার্জি ফোরামকে প্রেসিডেন্ট সি’র অভিনন্দন
2022-11-29 17:25:32

নভেম্বর ২৯: আজ (মঙ্গলবার) চীন-রাশিয়া চতুর্থ এনার্জি বিজনেস ফোরামে একটি অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, চীন ও রাশিয়ার জ্বালানি সহযোগিতা হলো দুই দেশের বাস্তব সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষায় ইতিবাচক শক্তি। বাহ্যিক ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় যোগাযোগ ও সমন্বয় জোরদার করেছে এবং প্রধান সহযোগিতা প্রকল্পগুলো এগিয়ে নিচ্ছে চীন ও রাশিয়া। তা দুই দেশের জ্বালানি সহযোগিতা ক্ষেত্রে দৃঢ় স্থিতিস্থাপকতা প্রদর্শন এবং নতুন যুগে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের বিস্তৃত সম্ভাবনা ব্যাখ্যা করেছে।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও ঘনিষ্ঠ করে পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানি উন্নয়নে যৌথভাবে আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা এবং শিল্প ও  সরবরাহ চেইনের স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের দীর্ঘমেয়াদী সুষ্ঠু ও টেকসই উন্নয়নে নতুন অবদান রাখতে ইচ্ছুক চীন।

একই দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চীন-রাশিয়া চতুর্থ এনার্জি বিজনেস ফোরামে একটি অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

 

লিলি/এনাম/রুবি