চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল উন্নয়ন প্রবণতা ধরে রাখবে
2022-11-29 15:57:33

নভেম্বর ২৯: আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিলের  এক সংবাদ সম্মেলনে মুখপাত্র সুন সিয়াও বলেছেন, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে চীনের বৈদেশিক বাণিজ্যের রপ্তানি ও আমদানি চাপের মুখে রয়েছে। চীনের বাইরের পরিবেশ আরও জটিল ও কঠোর হয়েছে এবং অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা বেড়েই চলছে। তবে, চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীতলা ধরে রেখে উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে।

 

সুন সিয়াও বলেন, চলতি বছরের প্রথম দশ মাসে চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল ছিল এবং কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। এসময়ে চীনের রপ্তানি ও আমদানির মোট পরিমাণ, রপ্তানির পরিমাণ ও আমদানির পরিমাণ পৃথকভাবে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।  বর্তমানে করোনা মহামারির ছোবল, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতির উচ্চতর দুর্বলতা জোরদার হচ্ছে। এমন প্রেক্ষাপটে চীনের বৈদেশিক বাণিজ্য কোম্পানিগুলো ব্যয় বেশি, চাহিদা কম, এবং ঝুঁকি বেশিসহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিল  নিজের প্রাধান্যকে কাজে লাগিয়ে নানা সম্পদের সমন্বয় করে বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল করার চেষ্টা করবে।

 

অর্ডার অর্জন ও বাজার প্রসারিত করতে কোম্পানিগুলোকে সাহায্য এবং বিদেশে চীনা কোম্পানির প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সেবা প্রদান করবে সংস্থা। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির নতুন প্রবণতা এবং বিদেশি বাণিজ্য উদ্যোগের নতুন চাহিদার প্রতি গভীর মনোযোগ দেবে, এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা কাজে লাগিয়ে বিদেশি গ্রাহকদের সাথে চীনা কোম্পানির সংযোগ স্থাপনে  সহায়তা করবে সংস্থা। (শিশির/এনাম/রুবি)