বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বর্ধিত সুদের হার
2022-11-29 17:21:27

নভেম্বর ২৯: ‘ওয়ার্ল্ড অর্ডার’ নামের স্পেনের এক গণমাধ্যমের ওয়েবসাইটে বলা হয়, মার্কিন ফেডারেল রিজার্ভ সেদেশের মুদ্রাস্ফীতির বোঝা বিশ্বের বাকি দেশগুলোর ওপর স্থানান্তর করছে। সুদের হার বাড়ানোর মাধ্যমে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল রিজার্ভ। এর মাধ্যমে তারা বিশ্বের অন্যান্য দেশ থেকে অর্থ সংগ্রহ করছে। অন্যান্য দেশ তাদের পুঁজি বাইরে চলে যাওয়া এবং মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঋণ নেওয়া এবং পণ্য আমদানি তাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে পড়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক গবেষণা থেকে জানা গেছে, মার্কিন ডলারের মূল্য ১০ শতাংশ বৃদ্ধি পেলে বাকি দেশগুলোর মুদ্রাস্ফীতির হার গড়ে ১০ শতাংশ বৃদ্ধি পায়।

শক্তিশালী ডলারকে মোকাবিলা করতে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের সুদের হার বাড়াতে বাধ্য হয়েছে।  তা সারা বিশ্বে সুদের হারকে অনাকাঙ্ক্ষিত স্তরে নিয়ে গেছে।

লিলি/এনাম/রুবি