৪.৭ শতাংশ বাড়বে পূর্ব আফ্রিকার অর্থনীতি
2022-11-29 17:17:24

নভেম্বর ২৯: সম্প্রতি আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক প্রকাশিত  পূর্ব আফ্রিকার আঞ্চলিক অর্থনৈতিক আউটলুক-২০২২ রিপোর্ট অনুসারে,আগামি বছর এতদঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার  ৪.৭ শতাংশে পৌঁছাবে।

 

রিপোর্টে বলা হয়, জ্বালানি ও খাদ্যের দামের অব্যাহত বৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ চেইন ব্যাহত হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানকার মুদ্রাস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। তাই চলতি বছর  পূর্ব আফ্রিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশে স্থির  থাকবে।

 

তবে, ২০২৩ সালে এটি আফ্রিকা মহাদেশের শীর্ষ প্রবৃদ্ধি লাভকারী অঞ্চলে পরিণত হতে পারবে।

 

রিপোর্টে পূর্বাভাস দেয়া হয়েছে যে কেনিয়া, রুয়ান্ডা এবং সেশেলসের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ২০২২ এবং ২০২৩ সালে ৫ শতাংশ ছাড়িয়ে যাবে। ২০২২ সালে কমোরোস, সোমালিয়া এবং সুদানের  প্রবৃদ্ধির হার ৩ শতাংশের নিচে নেমে আসতে পারে।

 

লিলি/এনাম/রুবি