কানাডা তথাকথিত ‘চীনা হুমকি’ প্রচার করছে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-11-29 13:18:03

নভেম্বর ২৯: সম্প্রতি কানাডা ‘ইন্দো-প্যাসিফিক’ কৌশল প্রকাশ করে বলেছে ‘চীন এসব অঞ্চলের নীতি ও অধিকারের প্রতি সম্মান করে না’।  এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (সোমবার) অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, কানাডার প্রকাশিত চীন সম্পর্কিত বিষয় আদর্শগত কুসংস্কারে পূর্ণ, এতে তথাকথিত ‘চীনা হুমকি’ প্রচার করা হয়েছে এবং চীনের বিরুদ্ধে ভিত্তিহীন ও অযৌক্তিক অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে চীন দৃঢ় অসন্তুষ্টি ও বিরোধিতা জানায় এবং কানাডাকে দৃঢ় মনোভাব দেখিয়েছে।

মুখপাত্র বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নে অবিচল থেকে উন্মুক্তকরণ ও সহনশীলতা প্রচার করছে এবং কল্যাণমূলক সহযোগিতা করেছে। চীন সবসময় বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করে এবং বিশ্বের উন্নয়নে অবদান রাখে। চীন কখনোই আধিপত্য ও অন্য ভূখণ্ড দখল করবে না। সবাই স্পষ্টভাবে দেখছে- কারা স্নায়ুযুদ্ধের মানসিকতা উস্কে দেয় এবং আন্তর্জাতিক সমাজের মধ্যে সংঘর্ষ তৈরি করে। মুখপাত্র আরো বলেন, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার নীতি বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার মূল বিষয়। তাইওয়ান, সিনচিয়াং ও হংকং চীনের অভ্যন্তরীণ ব্যাপার। চীন দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের অধিকার রক্ষা করবে।

(তুহিনা/তৌহিদ/রুপি)