চীনের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশের প্রতিবাদ জানালো বেইজিং
2022-11-29 16:53:32

নভেম্বর ২৯: চীনের গণমুক্তি ফৌজের সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র থিয়ান চুন লি বলেছেন, আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের ইউএসএস চ্যান্সেলরসভিল যুদ্ধজাহাজ চীন সরকারের অনুমোদন ছাড়া অবৈধভাবে চীনের নান শা দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী জলসীমায় অনুপ্রবেশ করেছে। তবে, চীনের সাউদার্ন থিয়েটার কমান্ড মার্কিন যুদ্ধজাহাজকে সতর্ক করে তাড়িয়ে দিয়েছে।

 

তিনি বলেন, মার্কিন বাহিনীর এ আচরণ চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা গুরুতরভাবে লঙ্ঘন করেছে। এটি নৌ চলাচলে মার্কিন আধিপত্যবাদ এবং দক্ষিণ চীন সাগরে সামরিকায়নের প্রমাণ। তাতে প্রতিফলিত হয়েছে যে যুক্তরাষ্ট্র হচ্ছে দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টিকারী দেশ।

 

 

চীনের মুখপাত্র বলেন, দক্ষিণ চীন সাগর ও দ্বীপপুঞ্জ এবং পার্শ্ববর্তী জলসীমার সার্বভৌমত্ব চীনের। চীনা কমান্ডের সদস্যরা সব সময় উচ্চ পর্যায়ের সতর্কতা বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব ও দক্ষিণ চীন সাগর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে।

(রুবি/এনাম/শিশির)