কিয়েভের বাসিন্দাদের উপকণ্ঠে সরিয়ে নেওয়া হতে পারে
2022-11-29 10:02:30

নভেম্বর ২৯: গতকাল (সোমবার) ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র জানান, বিদ্যুত্সরবরাহ অস্থিতিশীল হবার কারণে, শহরটির অধিবাসীদের একাংশকে উপকণ্ঠে সরিয়ে নেওয়া হতে পারে।  

    কিয়েভের মেয়র অস্থায়ীভাবে পানি সরবরাহ বন্ধ করার ঘোষণাও দেন। একই দিন কিয়েভ ও লভিভসহ দেশটির বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

    স্থানীয় সরকারের খবর অনুযায়ী, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রুশ আক্রমণের শিকার হয় এবং আংশিক অঞ্চলের পানি ও বিদ্যুত্সরবরাহ বন্ধ হয়ে যায়। (প্রেমা/আলিম/রুবি)