লকডাউনে থাকা এলাকাগুলো যত দ্রুত সম্ভব খুলে দেয়া হবে: স্বাস্থ্য কমিশন
2022-11-29 17:02:56

নভেম্বর ২৯: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমানে চীনের নানা জায়গায় মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন হচ্ছে।

 

তিনি বলেন, নিউক্লিক অ্যাসিড টেস্টের ফলাফল ও মহামারি-সংক্রান্ত জরিপ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। নিয়ন্ত্রণ ও লকডাউনে থাকা অঞ্চলগুলো যত দ্রুত সম্ভব খুলে দেয়া হবে।

 

শিশু, প্রবীণ ও রোগীদের যথার্থ যত্ন নেয়া এবং চিকিৎসা দেয়া হবে। বিশেষ করে প্রবীণদের মাঝে করোনা টিকার প্রয়োগ জোরদার করা হবে।

(শিশির/এনাম/রুবি)