নভেম্বর ২৯: গতকাল (সোমবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে, উত্তর-পশ্চিমাঞ্চলের আরখানগেলস্ক অঙ্গরাজ্যের প্লেসেটস্কলঞ্চ সাইট থেকে, সাফল্যের সঙ্গে একটি সামরিক উপগ্রহ উত্ক্ষেপণ করে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক উপগ্রহটি উত্ক্ষেপণের নির্দিষ্ট সময় পরে, মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। (সুবর্ণা/আলিম/রুবি)