অনুশীলন
2022-11-28 11:27:47

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনা হংকংয়ের কন্ঠশিল্পী লিউ দ্য হুয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৬১ সালের ২৭ সেপ্টেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত অভিনেতা, কন্ঠশিল্পী এবং চলচ্চিত্র প্রযোজক। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘অনুশীলন’ শীর্ষক গান। গানটি ২০০২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ দ্য হুয়া’র কন্ঠে ‘অনুশীলন’ শীর্ষক গান। ১৯৮৫ সালে লিউ দ্য হুয়া হুয়াসিং রেকর্ডস কোম্পানিতে যোগ দেন। একই বছর তাঁর প্রথম অ্যালবাম 'শুধু জানি এই মুহূর্তে তোমাকে ভালোবাসি' প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে যোগ দেন। ১৯৮৭ সালে তাঁর ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'অনুভূতি' বাজারে আসে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘যে দিনগুলো আমরা একসাথে কাটিয়েছি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ দ্য হুয়া’র কন্ঠে ‘যে দিনগুলো আমরা একসাথে কাটিয়েছি’ শীর্ষক গান। ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে লিউ দ্য হুয়া'র তৃতীয় অ্যালবাম 'তোমার কাছে ফিরে আসি' প্রকাশিত হয়। ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে লিউ দ্য হুয়া'র প্রথম চীনা ভাষার অ্যালবাম 'তোমার কাছে ফিরে আসি' রিলিজ হয়। একই বছরের অক্টোবর মাসে তাঁর অ্যালবাম 'ভালোবাসার লিংক' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'ভালোবাসাকে ভুলে যাও'-সহ ৮টি গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বিশ্বের প্রথম স্তর’ শীর্ষক গান শোনাবো। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ দ্য হুয়া’র কন্ঠে ‘বিশ্বের প্রথম স্তর’ শীর্ষক গান। ১৯৯০ সালে লিউ দ্য হুয়া 'হবে কি না' অ্যালবাম নিয়ে সঙ্গীত মহলে বিখ্যাত হয়ে ওঠেন। এপ্রিল মাসে তাঁর অ্যালবাম 'যদি আমি তোমার লেজেন্ড' প্রকাশিত হয়। এই অ্যালবাম প্রকাশের পর পরই দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়। ডিসেম্বর মাসে লিউ দ্য হুয়া-এর ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'আবার দেখা হবে' প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আগামী জীবন’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ দ্য হুয়া’র কন্ঠে ‘আগামী জীবন’ শীর্ষক গান। ১৯৯১ সালের জানুয়ারি মাসে লিউ দ্য হুয়া'র অ্যালবাম 'একসাথে কাটানো সময়' বাজারে আসে। এই অ্যালবামের থিম সং 'একসাথে কাটানো সময়' সেই বছর দশটি শ্রেষ্ঠ চীনা গানের একটি হিসেবে পুরস্কার পায়। ১৯৯২ সালে লিউ দ্য হুয়া লস অ্যাঞ্জেলেস ও সানফ্রান্সিসকোসহ বিভিন্ন শহরে কনসার্ট ট্যুর আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘তোমার ভালবাসার জন্য তোমাকে ধন্যবাদ’ শীর্ষক গান শোনাবো। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ দ্য হুয়া’র কন্ঠে ‘তোমার ভালবাসার জন্য তোমাকে ধন্যবাদ’ শীর্ষক গান। ১৯৯৩ সালে লিউ দ্য হুয়া হংকংয়ে ২০টি কনসার্ট আয়োজন করেন। নভেম্বর মাসে, লিউ দ্য হুয়ার ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'উত্তর হলো তুমি' প্রকাশিত হয়। ১৯৯৪ সালে তাঁর চীনা ভাষার অ্যালবাম 'ভালোবাসা ভুলে যাওয়ার পানি' রিলিজ হয়। এই অ্যালবামের থিম সং 'ভালোবাসা ভুলে যাওয়ার পানি' সেই বছর শ্রেষ্ঠ দশটি চীনা ভাষার গানের সোনালি পুরস্কার পায়। ১৯৯৪ সালের ২৫ নভেম্বর লিউ দ্য হুয়া'র অ্যালবাম 'স্বর্গের ইচ্ছা' বাজারে আসে। ১৯৯৫ সালে লিউ দ্য হুয়ার আরেকটি অ্যালবাম 'সত্যি চিরদিন' প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বোকা ছেলে’ শীর্ষক গান শোনাবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)