বাংলাদেশের নারী শিল্পপতিদের তুলে ধরে এসএমই মেলা
2022-11-28 14:53:49

গত বৃহস্পতিবার রাজধানী ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশের বৃহত্তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (এসএমই) মেলা। পণ্য বৈচিত্র্যের মাধ্যমে শিল্পপতিদের প্রচার এবং তাদের বাজার সম্প্রসারণ করা হলো এবারের মেলার প্রধান লক্ষ্য।

 

প্রায় ৩২৫টি এসএমই তাদের পাট, কৃষি ও চামড়াজাত পণ্যের পাশাপাশি বৈদ্যুতিক ও তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করে দশ-দিনব্যাপী এ মেলায়।

 

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মেলার উদ্বোধন করেন।

 

জানা গেছে, বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন ২০১২ সাল থেকে বার্ষিক মেলার আয়োজন করে আসছে।

 

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান জানান, মেলায় মোট স্টলের অন্তত ৬০ শতাংশই নারী শিল্পপতিদের। আয়োজকরা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের নারীদের অগ্রাধিকার দিচ্ছে।

 

মেলায় এসএমই শিল্পপতি, নারী শিল্পপতি, প্রযুক্তি, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এবং ক্লাস্টার-ভিত্তিক পণ্য বিকাশের জন্য সহজ অর্থায়নের উপর পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে।


(প্রেমা/এনাম)