বাংলাদেশে চীনের সহায়তায় আইসিটি প্রকল্পের নির্মাণ সম্পন্ন
2022-11-28 14:49:45

বাংলাদেশ সরকার, চীন সরকার এবং চীনা কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতায় দেশের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এটি হাজার হাজার সরকারি অফিসকে সংযুক্ত করেছে।

 

গত মঙ্গলবার ঢাকায় ‘ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-৩’ (ইনফো-সরকার ফেজ-৩) প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

 

এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বাংলাদেশের আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) সিইও (সচিব) মোঃ মুশফিকুর রহমান।

 

তাতে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি লিমিটেডর (সিআরআইজি) ব্যবস্থাপনা পরিচালক গুও ওয়েই এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সিইও পান জুনফেং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

 

প্রকল্পটি ২০১৭ সালে দেশটির প্রান্তিক গ্রামীণ শহরগুলোতে (ইউনিয়ন) উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা প্রদানের লক্ষ্যে শুরু হয়েছিল।

 

চীন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি দেশের ২ হাজার ৬শ’ টি ইউনিয়নে উচ্চ-গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করেছে।

 

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রকল্পের মাধ্যমে তারা সত্যিকার অর্থেই নাগরিকদের আধুনিক ও প্রয়োজনীয় পরিষেবা দিতে পারবেন।

 

তিনি বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ায় হুয়াওয়ে ও সিআরআইজির ক্রমাগত সহায়তার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।"

 

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, তথ্য-সরকার ফেজ-৩ অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প যা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

তিনি বলেন, "এই মহান অবকাঠামো প্রকল্পটি বাস্তবায়নে আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ চীন আমাদের ব্যাপকভাবে সহায়তা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।"

 

লি জিমিং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে আইসিটি অবকাঠামোর ক্ষেত্রে সফল সহযোগিতা "ডিজিটাল সিল্ক রোড" এবং "ডিজিটাল বাংলাদেশ"কে আরও একীভূত করতে সাহায্য করবে এবং দুই দেশের জনগণকে উপকৃত করবে।

 

চীনা রাষ্ট্রদূত লি বলেন, বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে চীন সব সময় বাংলাদেশের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, এবং উচ্চ পর্যায়ের শিল্পে সহযোগিতার আরও সুযোগ অন্বেষণের পাশাপাশি দুই দেশের মধ্যে একটি উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা অর্জন করেছে।

 

তথ্য-সরকার ফেজ-৩ প্রকল্পটি চীন ও বাংলাদেশের মধ্যে একটি উচ্চ-মানের “এক অঞ্চল এক পথ” উদ্যোগ সহযোগিতার একটি, যা "ডিজিটাল বাংলাদেশ" বাস্তবায়নের উপর দৃষ্টি নিবদ্ধকারী অগ্রাধিকার প্রকল্প।

 

 

(প্রেমা/এনাম)