২০২১ এবং ২০২২ এক্সপ্লোরার পুরস্কার পেলেন ১০০ বিজ্ঞানী
2022-11-28 18:33:16

নভেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক : গবেষণার জন্য চীনের একশত বিজ্ঞানীকে দেওয়া হয়েছে  টেনসেন্ট ফাউন্ডেশনের  ২০২১ এবং ২০২২ এক্সপ্লোয়ার পুরস্কার। 

২০১৮ সাল থেকে ৪৫ বছরের কম বয়সী বিজ্ঞানীদের মৌলিক বিজ্ঞান এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তাদের কাজ চালিয়ে যেতে উৎসাহিত করতে এই পুরষ্কার দেন টেনসেন্ট ফাউন্ডেশন । এই পুরস্কার এখন পর্যন্ত ২০০ জন তরুণ বিজ্ঞানীকে অর্থায়ন করেছে।

২০২২ সালের এক্সপ্লোরার পুরস্কার বিজয়ী এবং হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক ফ্যান চিয়াং । যিনি কাজ করছেন অন্ধদের দৃষ্টি ফিরিয়ে আনতে এবং জনসাধারণকে বিষাক্ত এবং ক্ষতিকারক গ্যাসের হুমকি থেকে রক্ষা করতে।

তিনি বলেন, "গবেষণা করা মানে একা যুদ্ধ করা নয়। এর অর্থ একই ক্ষেত্রের সমমনা বিজ্ঞানীদের একটি দলের অংশ হওয়া, যাদের প্রত্যেকেই তাদের নিজস্ব অবস্থানে সৃজনশীল হতে পারে এবং বৈজ্ঞানিক সমস্যাগুলি একসাথে সমাধান করতে অন্যদের সহযোগিতা করতে পারে।"

টেনসেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শি ত্যান বলেন, "চীনের কমিউনিস্ট পার্টির ২০ তম জাতীয় কংগ্রেস জোর দিয়েছে যে, 'আমাদের অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রাথমিক উৎপাদন শক্তি, প্রতিভাকে প্রাথমিক সম্পদ এবং উদ্ভাবনকে গতি বৃদ্ধির প্রাথমিক চালক হিসাবে বিবেচনা করতে হবে”।

পুরস্কারটি বার্ষিক ৫০ জন বিজ্ঞানীকে দেওয়া হয় এবং প্রত্যেক বিজয়ী পরবর্তী পাঁচ বছরে ৩০লাখ  ইউয়ান পাবেন।

মিম/শান্তা